আমার ও পরাণে
তুই বান্দিয়াছিস ঘর
দিবা নিশি আছিস
তুই মনের ও ভিতর।
নয়ন কান্দে
আসমান কান্দে
কান্দে আমার মন
শুনিস না তুই
বুঝিস না তুই
তুই যে আমার
কতোটা আপন।
মইরা গেলে
বুঝবিরে তুই
কি ছিলাম আমি
সারাজনম খুঁজবি মোরে
হয়ে সন্ন্যাসী।
থাকতে কাছি
হারাইলে দায়
বুঝবিরে তখন
কি ছিলাম
আমি যে তোর
কলিজার ভিতর!
মইরা গেলে
নিঠুর বন্ধু
কান্দিস না
আমার লায়
ফেলিস না তোর
চক্ষুর পানি
নীল দরিয়ায়।
আমারও পরাণে
তুই বান্দিয়াছিস ঘর
দিবানিশি আছিস
তুই মনের ও ভিতর।