কিশোরগঞ্জ: পৌরসভা নির্বাচনকে ঘিরে কিশোরগঞ্জে প্রচার-প্রচারণা বেড়ে গেছে। নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীরা প্রচারণা চালাতে ব্যস্ত সময় পার করছেন। প্রার্থীরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে ভোটারদের সাথে গণসংযোগ চালানোসহ লিফলেট বিতরণ করছেন। অনেকে আবার ডিজিটাল প্রযুক্তির মাধ্যমেও প্রচারণা চালাচ্ছেন।
কিশোরগঞ্জের প্রথম শ্রেণীর পৌরসভার নির্বাচন নিয়ে মানুষের কৌতুহল বাড়ছে। বিশেষ করে দেশের বড় দুটি রাজনৈতিক দলের প্রার্থীদের নিয়ে সাধারণ মানুষের ভাবনার যেন শেষ নেই।
শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও আশপাশ এবং পৌরসভার বিভিন্ন এলাকায় প্রার্থীদের ছবি সম্বলিত পোস্টার দেয়ালে সাঁটানোসহ ঝুলন্ত ব্যানার-ফেস্টুন শোভা পাচ্ছে।
তবে শহরের ব্যস্ততম সড়কসহ অলিগলিতে নির্বাচনের অনেক আগেই এভাবে ব্যানার ঝুলিয়ে প্রচারণা চালানোর ফলে অনেক সাধারণ ভোটার বিরক্তি প্রকাশ করছেন। তাদের মতে, জনপ্রতিনিধি মাত্রই মানুষের কল্যাণে তিনি কাজ করবেন। এমন ভাবনা মাথায় রেখেই সকলের প্রচারণা চালানো উচিত।
কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলার মধ্যে আটটি পৌরসভায় আসছে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।