নওগাঁ প্রতিনিধি: আজ ০৮/১১/২০২০ইং তারিখ রবিবার সকাল ১১টার সময় তৃণমূল আওয়ামীলীগ নিজ কার্যালয়ে এক মত বিনিময় সভা অনষ্ঠিত হয়।
আগামী নওগাঁ পৌর নির্বাচনে নৌকার জয় শতভাগ নিশ্চিত করতে নওগাঁ পৌর তৃণমূল আওয়ামীলীগকে আরো শক্তিশালী ও বেগবান করার লক্ষ্যে- নওগাঁ পৌর ০৮নং ওয়ার্ড আওয়ামী পরিবারের নের্তৃস্থানীয়দের মাঝে এক অনানুষ্ঠানিক বৈঠকে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন আমাদের স্থানীয় রাজনৈতিক অবিভাবক-নওগাঁ পৌর আওয়ামীলীগের সন্মানীত সফল সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষাণ ।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন- নিজেদের মধ্যেকার সকল ভুল বুঝাবুঝি ও দূরত্বের অবসান ঘটিয়ে নৌকার দূর্গ খ্যাত পৌর ০৮ নং ওয়ার্ডে আগামী পৌর নির্বাচনে নৌকাকে বিপুল ভোটের ব্যাবধানে বিজয়ী করতে হবে। উপস্থিত সকল নেতাকর্মী ঐক্যবদ্ধের অঙ্গিকার সাপেক্ষে বিপুল ভোটের ব্যাবধানে আগামী পৌর নির্বাচনে নৌকার জয় সুনিশ্চিত করবেন মর্মে উনাকে আশ্বস্থ করেন। জয়বাংলা জয়বঙ্গন্ধু।