ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মনবাড়িয়ার নবীনগরের শ্রীরামপুর দত্তবাড়ি এলাকায় ৩ নভেম্বর সন্ধ্যায় ওমান প্রবাসী স্বামী জয়নাল মিয়ার ( ২৮) হাতে সুমী আক্তার (১৯) নামে এক নারীর পরিকল্পিত ভাবে খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
২ বছর আগে শ্রীরামপুর নিবাসী সায়েব আলী মিয়ার পুত্র জয়নাল মিয়ার সাথে রামচন্দ্রপুর গ্রামের মিয়া হোসেনের মেয়ে সুমি আক্তারের বিয়ে হয়। তাদের দেড় মাসের একটি শিশু সন্তান রয়েছে বলে জানা যায়।
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিহতের স্বজনদের বরাতে জানা যায়, শ্বশুর বাড়ির লোকেরা পরিকল্পিত ভাবে হত্যা করে ফাঁসির নাটক সাজিয়ে লাশ হাসপাতালে রেখে পালিয়ে যায়। নবীনগর থানার ওসি আমিনুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশ জেলা মর্গে পাঠানো হবে।
ঘটনার সত্যতা যাচাই করে দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।