জকিগঞ্জে ভরন বাজারের ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মোহাম্মদ (সঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার বাদ জুম্মা সদর ইউনিয়নের ভরণ মেইন পয়েন্ট এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ইউপি সদস্য রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে মাওলানা জমিল আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক আব্দুস সবুর, আপ্তাব উদ্দিন, হাসান আহমদ, ময়নুল হক, ইউপি সদস্য মারুফ আহমদ, মাওলানা আকবর বিন হানিফ, সাংবাদিক কেএম মামুন প্রমুখসহ ধর্মপ্রাণ ব্যক্তিবর্গ।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়। ব্যবসায়ীদের পক্ষে মিছিলে নেতৃৃত্বদেন হেলাল আহমদ, আব্দুস সামাদ, সাবু আহমদ, রাজু আহমদ, আব্দুল মানিক, অলিউর রহমান, সুমন আহমদ, সামছুল, মাসুম, আব্দুর রহিম ও আব্দুশ শাকুর। এলাকার কয়েকটি মসজিদের জুম্মার মুসল্লিগন এতে অংশ গ্রহন করেন। ধর্মপ্রাণ মানুষ মিছিলে-মিছিলে নবীর অবমাননার নিন্দা জানিয়ে ফ্রান্সের পন্য বয়কট করার শপথ নেন।