স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জের ঘিওরে পাঁচ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গত সোমবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার সিংজুড়ী ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনার দিন ভিকটিমের চাচা বাদি হয়ে রাতে থানায় মামলা দায়ের করলে পুলিশ ওই কিশোরকে গ্রেফতার করে। পরে আদালত তাকে জেল হাজাতে পাঠায়।
অভিযুক্ত কিশোরের নাম মো. ফেরদৌস (১৫)। সে ওই ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকালে শিশুটিকে নিজ বাড়িতে ঢেকে নিয়ে ধর্ষণ করে ফেরদৌস। এসময় বাড়িতে অন্য কেউ ছিলো না। পরে শিশুটি তার মাকে ঘটনা জানায়। সন্ধ্যায় শিশুটির চাচা বাদি হয়ে ঘিওর থানায় মামলা দায়ের করলে রাতেই ফেরদৌসকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে তোলা হলে তাকে জেলহাজাতে পাঠান বিচারক।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর মো. সালাম জানান, অভিযুক্ত ফেরদৌস একটি অটো গ্যারেজে কাজ করে। নির্যাতনের শিকার শিশুটি বর্তমানে হাসপাতালে ভর্তি আছে। তার ডাক্তারি পরীক্ষা এবং আদালতে জবানবন্দি রেকর্ড করা হয়েছে।