জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও বিশিষ্ট সালিশি ব্যক্তি আব্দুল মতিনে’র দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বাদ আছর জামিয়া মোহাম্মদিয়া হাড়িকান্দি মাদ্রাসা মাঠে নামাজের জানাযা শেষে দর্গাবাহারপুর জামে-মসজিদের পাশে তাকে দাফন করা হয়।
এর আগে সোমবার ভোর রাত সাড়ে ৩টায় সিলেটের নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর।
মরণব্যাধি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। উপজেলার মানিকপুর ইউনিয়নের দর্গাবাহারপুর গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে ৩ ছেলে ৫মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাযার নামাজে রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক, জনপ্রতিনিধিসহ উপজেলার সর্বস্তরের হাজার হাজার জনসাধারণ উপস্থিত ছিলেন।