জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের সোনাপুর-সুপ্রাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ওবায়দুর রহমান গতকাল বিকেল ৪ ঘটিকায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি গুরুসদয় উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আতাউর রহমানের ছোট ভাই।
একজন সৎ ও শান্তশিষ্ট মানুষ হিসেবে উবাদুর রহমানের পরিচিতি ছিলো সর্বজনবিদিত।
তার মৃত্যুতে সিলেট মহানগর ছাত্রলীগ নেতা এম জাকারিয়া আহমেদ গভীর শোক ও দুঃখ প্রপ্রকাশ করেছেন।
তিনি এক শোক বার্তায় বলেন আমাদের শ্রদ্ধেয় এই শিক্ষানুরাগী শিক্ষকের মৃত্যুতে বীরশ্রী তথা জকিগঞ্জ উপজেলার অপুরনীয় ক্ষতি হয়ে গেল।ব্যক্তি জীবনে তিনি একজন সদালুপী ভালো মনের মানুষ হিসেবে সর্বমহলে পরিচিত ছিলেন।তার মৃত্যুতে গভীর ভাবে শোক এবং দুঃখ প্রকাশ করছি এবং শোকসমপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।