আহসান হাবীব লায়েক:: সনাতন ধর্মালম্বীদের প্রধান উৎসব শারদীয় দূর্গা উপলক্ষে সিলেটের জকিগঞ্জ উপজেলাসহ দেশ বিদেশে অবস্থানরত সকল হিন্দু ধর্মালম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোঃ আব্দুন নাসের ও পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল। এক শুভেচ্ছা বার্তায় থানার ওসি মীর মোঃ আব্দুন নাসের এবং পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল বলেন, বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা।
সমাজে সকল অন্যায়, অবিচার, অশুভ ও সকল পরাশক্তি দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আবহমানকাল থেকে এ দেশের হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি পালন করে আসছে। সেই সাথে জকিগঞ্জ উপজেলায় অবস্থিত ৮৫ টি পূজামণ্ডপে পূজা চলাকালীন সময়ে শান্তি, শৃংখলা বজায় রাখতে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধির লক্ষ্য উপজেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ টিম মাঠে নিয়োজিত থাকবে। তাই সকল সনাতন ধর্মালম্বীদের সুষ্ঠু ও নিরাপদে পূজা উৎযাপন করতে হবে। পাশাপাশি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে জকিগঞ্জ থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তারা।