জকিগঞ্জ প্রতিনিধি :: ‘সকলের হাত সুরক্ষিত থাক’ এ প্রতিপাদ্য সামনে রেখে জকিগঞ্জ উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে এবং এফআইভিডিবি সূচনা ও ব্র্যাকওয়াস-কর্মসূচীর সহযোগিতায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর সিসিটি ধ্রুবরাজ চক্রবর্তীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপ সহকারি প্রকৌশলী মোহাম্মদ আজাদ কাজী। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, এফআইভিডিবির সূচনা ও ব্র্যাক ওয়াস-কর্মসূচীর সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।