জ্ঞান অর্জন, চরিত্র গঠন ও সমাজ বিপ্লবের প্রত্যয়দ্বীপ্ত কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা পুর্ব ও পশ্চিম শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকালে জকিগঞ্জ শহরস্থ মজলিস কার্যালয়ে পূর্ব ও পশ্চিম শাখার যৌথ বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ শেষে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা পূর্ব শাখার সভাপতি খালেদ আহমদের সভাপতিত্বে ও জকিগঞ্জ উপজেলা পশ্চিম শাখার সভাপতি ইমরান হোসাইনের পরিচালনায় বার্ষিক সহযোগী সদস্য সমাবেশে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট জেলা পূর্ব শাখার নব নির্বাচিত সভাপতি মুহাম্মদ এনামুল ইসলাম।
সমাবেশে ২০২০-২০২১সেশনের জন্য জকিগঞ্জ উপজেলা পূর্ব শাখার সভাপতি নির্বাচিত হন হাফিজ মোঃ আমিনুল কারীম ও সেক্রেটারী নির্বাচিত হন সিদ্দিকুর রহমান সুফিয়ান। জকিগঞ্জ উপজেলা পশ্চিম শাখার সভাপতি পুণ:নির্বাচিত হন ইমরান হোসাইন ও সেক্রেটারি নির্বাচিত হন ইমদাদ আহমদ ফজল। পরে প্রধান নির্বাচন কমিশনার ও সমাবেশের প্রধান অতিথি মুহাম্মদ এনামুল ইসলাম উভয় শাখার সভাপতি ও সেক্রেটারিকে শপথ বাক্য পাঠ করান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মুসাব্বির, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট জেলা পূর্ব শাখার সেক্রেটারি রুহুল আমীন, প্রকাশনা ও মাদরাসা কার্যক্রম সম্পাদক মুহাম্মদ মুজিবুর রহমান, খেলাফত মজলিস জকিগঞ্জ পৌরসভা শাখার সহ সভাপতি আহমদ আব্দুল কুদ্দুস ও বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জকিগঞ্জ-বিয়ানীবাজার উপজেলা শাখার তত্বাবধায়ক খালেদ আহমদ প্রমূখ।