তোমাকে একটা কথা বলব শুনবে ?
তুমি প্রতিদিন রোজ একটা করে গোলাপ ভালবাসবে
নীল গোলাপ:
আমার ভীষণ পছন্দের গোলাপ
আমি গোলাপ ভালবাসি!
প্রেম আছে রঙিন ফুলে
সে ফুল যদি হয় গোলাপ
তাহলে আর কোন কথাই নেই,
স্বর্গ থেকে আসে প্রেম
মিলিয়ে যায় স্বর্গে;
লাল গোলাপ নাইবা হল!
তাতে কী ?
শুধু একবার তুমি আমার জন্য আকাশ কিনবে
বল কিনবে তো ?
সাদা শুভ্র আকাশ নয়
যে আকাশে নীলের ছোঁয়া নেই
এমন আকাশ আমার চাই না
তবে শরতের আকাশ হলে কোন শর্ত ছাড়াই কিনতে পার!
আমার একটা নীল আকাশ হবে
কোটি কোটি তারায় রটিয়ে দেব ভালবাসা!
রোজ একটা একটা করে নীল নক্ষত্র ছোঁব
একদিন সব নক্ষত্র আমার বন্ধু হবে।
আমার একটা মনের মত সমুদ্র চাই
বল দেবে ?
আমার মন খারাপের সময়ে সমুদ্রের কাছে থাকব
আমি জানি,
সমুদ্রে বিষন্ন মন ভাল হয়ে যায়;
যদিও সমুদ্র কখনো সখনো বিরহী আর নিঃসঙ্গ:
না হয় কিছুটা সময় দু’জন মিলে কষ্ট বিলাসী হয়ে উঠব
আইডিয়াটা মন্দ নয়;
আমি এখন সমুদ্র সৈকতে কবিতার সাথে হাঁটব কিছুক্ষণ,
নোনাবালি তীরে ছোট ছোট ঢেউ আছড়ে পড়ছে।
এক সমুদ্রের বুকে হাজার কবিতা ঢেউ খেলে যায়
দিনরাত সারাবেলা একাকার করে।
গভীর রাতে সমুদ্র বুকে শুভ্র জ্যোৎস্না গুঁড়ো গুঁড়ো হয়ে ঝরে পড়ছে;
এ এক নৈস্বর্গিক দৃশ্যপটের সৃষ্টি হয়েছে।
জ্যোৎস্নাস্নাত নৈঃশব্দ্য রাত্রির ডানায় নীল রং সমুদ্র কবিতার কথা বলছে!
হাজারও কবিতা ঢেউয়ের ডানায় ভেসে সমুদ্র স্নান করছে
সব ধরনের কবিতা আছে এ স্নান দৃশ্যে!
কিছু কবিতা অপ্রকাশিত
কিছু অপেক্ষায়,
কিছু প্রিয়!
অ-প্রিয়, সুন্দর, সুস্থ, সুখ দুঃখ হাঁসি আনন্দ
বিরহ, রোমান্টিক কী নেই এখানে ?
কবিতার মেলা বসেছে সমুদ্রে:
কিছু কবিতা নীল আকাশ
কিছু মেঘ
কিছু বৃষ্টি
কিছু আলো ছায়ার খেলা!
কিছু স্বাধীন
পরাধীন, কিছু ভ্রুনে!
আমার একবৃক্ষ কদম চাই
এক অরণ্য কাশফুল:
ভালবাসার পাশেই থাকব আমি অনন্ত কাল,
একমুঠো কামিনী স্বপ্ন
কিছু বেলী চাই
এক কোরচ বকুল
এক ঝাড় মাধবীলতা এনে দেবে আমায় ?
রাতে ফোঁটা রজনীগন্ধা
হাসনাহেনা ফুলের কাছে একা হবে তুমি,
বল হবে তো ?
এখন তুমি বল,
আমার আমিময় একটা তুমি হয়েছ ?
এ আমার একটা স্বপ্ন!
একদিন নিবিড় বিকেলে শখের একটা পাখি হয়ে উড়ে যাব
সীমাহীন বিশাল তোমার মনের আকাশে।
তাং 10.10.2020