জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জের বিভিন্ন হাট-বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বেড়েছে হুট করে। যার ফলে নিম্ন বা মধ্যবিত্ত পরিবারগুলো পড়েছে নানা বিপাকে। দোকানদারদের দাবি এবছরে বেশি বৃষ্টির কারণে শাক-সবজির ফলন পিছিয়ে পড়েছে। আগমন কমে যাওয়ার ফলে দাম বেড়েছে শাক-সবজিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের।
উপজেলার ব্যস্ততম বাণিজ্যিকস্থল জকিগঞ্জ পৌরসভা বাজারে গিয়ে কয়েকজন ক্রেতার সাথে কথা বলে জানা যায়, গত সপ্তাহের তুলনায় দাম বেড়েছে অনেক পণ্যের। বাজারের বিভিন্ন প্রকারের সবজিরও দাম বেড়েছে, যা সাধারণ মানুষের, বিশেষত নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য বড় অসুবিধা সৃষ্টি করেছে।
ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পন্য স্বল্প আয়ের লোকেদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। ভোক্তা অধিকার বিভাগের নজরদারি থাকলে স্থানীয় বাজারগুলোতে এমন অপ্রতিরোধ্য মূল্য বাড়তো না বলে মনে করেন তারা।
ব্যবসায়ী জানান, সবজি স্থানীয় বাজারে প্রায় অদৃশ্য হয়ে গেছে, এ কারণে বাজারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে গেছে।
ক্রেতারা অভিযোগ করেন পাইকারি বিক্রেতারা সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যগুলোর দাম বাড়াচ্ছে। তারা অসাধু উপায়ে বিভিন্ন কায়দায় বারবার দাম বাড়ায়।
এ বিষয়ে জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তারের সাথে যোগাযোগ করা হলে এ সময় তিনি বলন, আমাদের কাছে ভোক্তা অধিকার কোন অভিযোগ করেনি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে নিয়মিত বাজার পর্যবেক্ষণের অবহৃত আছে।