জকিগঞ্জ প্রতিনিধি:: দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদে জকিগঞ্জ উপজেলার শাহগলী বাজারে ব্রাদারহুডের উদ্যোগে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
শুক্রবার বিকালে জকিগঞ্জের বারহাল ইউনিয়নে শাহগলী বাস-স্টেশনে ধর্ষণ ও নিপিড়ন বিরোধী মানববন্ধন করা হয়েছে।
ফরহাদ আহমদ ও হাবিবুর রহমান তানভীরের যৌথ পরিচালনায় সভাপতিত্ব জাকিরুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন ছাদেক আহমদ চৌধুরী, ফয়জুল ইসলাম চৌধুরী, সাংবাদিক এখলাছুর রহমান, মশিউজ্জামান চৌধুরী শাহীন, ছদিওল ফারুক আহমদ, কামাল আহমদ, সাইফুর রহমান, ছদিওল হোসাইন, মাওলানা আব্দুস শহীদ, মুফতি কাজী মনসুর, সাহান আহমদ তালুকদার, মাঝহারুল ইসলাম চৌধুরী, জুবের আহমদ, রেদওয়ানুল হক ইমন প্রমুখ।
বক্তরা বলেণ, আইন সংশোধন করে ধর্ষণ বিরোধী আলাদা ট্রাইবুনাল গঠনের দাবী করে। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তারা। সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধের আহবান জানিয়ে দ্রুত ধর্ষনকারীদের ফাসির দাবী জানান নতুবা দাবি আদায়ের জন্য তীব্র আন্দোলন গড়ে তুলা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।