একটা মন যদি আঁকো
পাশাপাশি দু’টি মানুষ রেখো
দু’ টি দেহের
এক আত্মা, এক প্রাণ
এক মন….
সে মানুষের একজন হবে তুমি
অন্যজন আমি
ভাবনার আকাশ ছুঁয়ে একটি
সাগর রেখো…
সে সাগর পাড়ে দাঁড়িয়ে তোমার চোখে
দেখবো সাগর কখনো বিঁধূর কখনো উচ্ছ্বল,
কখনো বিক্ষুব্ধ মাতাল —
তুমি চাইলে আকাশটাকে পেড়ে নেব সাগর জলে
নীল আঁচল ছড়িয়ে,
জলের ডানা মেলে ঢেউয়েরা হারাবে
দূর দিগন্তে….
আর তুমি হারাবে ঢেউয়ের উচ্ছ্বাসে
কবিতার আদ্যপান্তে —-
জলের ভাঁজে ভাঁজে ইচ্ছে আগুন ছড়াবে —
আমি গভীর সমুদ্রে ডুব দিয়ে
মেপে নেব ভালবাসার গভীরতা —
এই তো প্রেম..
এই তো জীবন,
এই আমি কখনো কি ভেবেছি জলের গভীরে
ডুব দিয়ে শ্বাস নিতে পারব?
অথচ নিচ্ছি স্রোতস্বিনী জলের ভাঁজে আঁচড় কেটে
এখনো বেঁচে আছি,
মন বৃত্ত ছুঁয়ে ঘুম ঘোরে
একটি স্বপ্ন যদি আঁকো..
স্বপ্ন পারাপারে একটি সাঁ–কো রেখো —
স্বপ্ন সাঁ-কো পার হবে খুব
সাবধানে —
পাছে তোমার ঘুম ভেঙ্গে
স্বপ্ন না ভাঙে,
এক বিন্দু শিশির যদি আঁকো
দূর্বাঘাসে..
ভোরের খোঁপায় অভিমান তুলে রেখে
শিশির কুড়াব দু’ হাত
ভরে —
বলো…. সেকি ভাল হবে?
আমি জানিনে…. জানিনে….
পা রেখেছি চোরাবালির ফাঁদে,
সাঁতার জানিনে এই আমি
নেমেছি সমুদ্রে —
যদি একটু ভালবাসা রাখো
বিশ্বাসে
তবে হাতটা বাড়িয়ে দিও…
আর না হলে
ডুবেই যাব —-
অথৈ জলের গভীরে…!!
তাং 09.10.2020