নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার ৩নং আসামি কালামকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বুধবার সন্ধ্যায় দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের চশুই গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব -১১ লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আবু ছালেহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালামকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
ওই ঘটনায় কালামসহ এ পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও ঢাকার নারায়ণগঞ্জ থেকে অস্ত্রসহ র্যাবের হাতে গ্রেপ্তার দেলোয়ারকে আগামী ১৩ অক্টোবর নোয়াখালী আদালতের হাজির করা হবে। এদের মধ্যে দেলোয়ারসহ পৃথকভাবে ৮জন আসামি পুলিশি রিমান্ডে রয়েছে।