তোমার জন্য বসে ছিলাম মন রিসোর্টে কবিতার আড্ডায়,
চায়ের টেবিল সাজিয়ে
কফির আয়োজনও ছিল —
চাঁদের আলোয় উপচানো ছিল রাতটা :
পাতা বাহার সবুজাভা ভাবনারা উড়ছিল –
গুচ্ছ গুচ্ছ ঘাস ফুল অরণ্যের প্রজাপতি মন অরণ্যে; বসন্তের শেষ প্রহরে দরজায় কড়া নেড়ে চলে গেছে ফেরারী সময়
আসনি তুমি!
আমি তোমায় একরাশ ভাবনার
কাশফুল হয়ে ছুঁয়েছিলাম এই শরতে –
বোঝনি তুমি !
অথচ কাশফুল ভাবনা জ্যোৎস্নার পেলবতায়..
কামনার রঙিন জলে ভাসিয়েছ –
আমায় বহুদিন!
জ্যোৎস্নায় ধুয়ে গেছে নিবিড় রাতের ঠোঁট –
সহন সুখে দহন জ্বালা হয়ে!
আমার কবিতার আড্ডা আর সেভাবে
জমে উঠেনি
তোমার বিরহে ;–
আর কবিতারা ছড়িয়ে -ছিটিয়ে গেছে
মন রিসোর্টের কষ্ট নীল স্বপ্ন নীড় ক্যানভাসে………!