স্টাফ রিপোর্টার::সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (০৭ আগষ্ট) বুধবার আসামিদের নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মানিকপুর ইউনিয়নের জিয়াপুর গ্রামের মৃত মোবারক আলীর ছেলে হারিছ উদ্দিন ও জকিগঞ্জ সদর ইউনিয়নের মানিকপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে সাহেদ আহমদ তপাদার (রুমেল)।
পুলিশ সূত্রে জানাগেছে, জকিগঞ্জ থানার এসআই পরিতুষ পাল ও এএসআই অঞ্জন দেব এর নেতৃত্বে একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করে । গ্রেপ্তারকৃত পলাতক আসামি হারিছ উদ্দিন বিরুদ্ধে মামলা নং জিআর ৩/১৯ইং, সাহেদ আহমদ তপাদার (রুমেল) এর বিরুদ্ধে সিআর নং ২/১৮ইং। আদালতে তাদের বিরুদ্ধে এসব মামলায় গ্রেপ্তারী পরোয়ানা জারি করে। এরপর থেকে আসামিরা পলাতক ছিলেন।
পলাতক দুই আসামি গ্রেপ্তারের সত্যতা স্বীকার করেন। জকিগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মীর মোঃ আব্দুন নাসের বলেন, গ্রেপ্তারকৃতদের বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।