কুয়াশার হলুদ ডানা খসে খসে
আবার আষাঢ় এসেছে ফিরে
এই বাংলার বুকে..
মেঘ পিয়াসি বৃষ্টির চেনা ঠোঁটে
প্রথম কদম ফোঁটা ঘ্রাণ নিয়ে –!
আষাঢ়ের ঘন মেঘ
ভিজিয়ে দিয়েছে প্রকৃতির ধূসর চোখ,
সবুজ পাতা
গোলাপ বাগান :
মেঘ অরণ্যের অবুঝ মন
মেঘলা নিঃশ্বাস বৃষ্টির ঘ্রাণ ছুঁয়েছে
যাপিত কাজ ভুলে প্রকৃতি ডুবেছে বৃষ্টির জলে —।
মেঘ পিয়াসি মন
আর আমায় রেখো না বেঁধে
খোঁপার বাঁধন খুলে ,
মেলতে দাও প্রজাপতি ডানা , মেঘবৃষ্টির নিরালা পাড়ে —
সবুজ ঘাসে শিশির টলমল স্বপ্নরা খসে খসে পড়ে, অশ্রুবারী পাতে ;
আষাঢ় দিনের প্রথম সূর্যটা ঢেকেছে মেঘলা ডানায়
বৃষ্টির টুপটাপ শব্দে,
বৃষ্টি থৈ থৈ জলে পা ডুবিয়ে একা হেঁটেছি দূরের পথে ।
বনভূমি ঝরে যায়
ভিজছে ঝোপঝাড়, পাতা বাহার —
সবুজ অরণ্য মেতেছে বৃষ্টির ছোঁয়ায় ;
প্রথম আষাঢ়ে ঘাস আর বৃষ্টি একাকার
এই আষাঢ়ে প্রতিটা প্রত্যুষে কদম ফোঁটা বৃষ্টির ঘ্রাণ চাই
মেঘালয়ে অবাক অনুরাগের বার্তায়……!
06. 09.2020