হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক এনজিও কর্মী ও এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। শনিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার রতনপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আবদাল মিয়া (৪০) নামে এনজিও আশার এক মাঠকর্মী নিহত হয়েছেন।
স্থানীয়রা জানান, মাধবপুর উপজেলার নেয়াপাড়া শাখার মাঠকর্মী আবদাল মিয়া ছাতিয়াইন এলাকায় অফিসে ফেরার পথে রাস্তার পাশে মোটরসাইকেলে বসে এক পরিচিত ব্যক্তির সাথে কথা বলছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী একটি বাস দ্রুত গতিতে যাওয়ার সময় আবদালকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত আবদাল জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের রজব আলীর ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্বার করেছে।
এদিকে, মাধবপুর উপজেলার মনতলা এলাকায় শনিবার সকালে সিএনজি অটোরিকশা চাপায় ইয়াসমিন আক্তার (১৪) নামে এক কওমী মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। সে মনতলা ইসলামিয়া মহিলা মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী এবং মেরাসানী গ্রামের মৃত নুর হোসেন একমাত্র সন্তান।
মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন জানান, শনিবার সকালে ইয়াসমিন আক্তার তার আরেক সহপাঠীর সাথে মাদ্রাসায় যাচ্ছিলেন। এসময় পথে মনতলা থেকে ছেড়ে আসা মাধবপুরগামী একটি সিএনজি-অটোরিকশা তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শনিবার বিকেলে হাসপাতালের মর্গে তার লাশের ময়নাতদন্ত হয়েছে।