কথার অস্ত্র
পৃথিবীতে সবচেয়ে বড়ো অস্ত্র
কথার অস্ত্র !!
জীবনটা ঠিক নেয় না…
তবে জীবন্ত লাশ করে দেয় !!
কথা দিয়ে আঘাত করবে না….!!
তোমার ভালোবাসার জায়গাটা
বিষাক্ত বিষে কুৎসিত নীলের
আবরণে ঢেকে যায়।
কি আশ্চর্য !!
তবুও আমি মরি না….,
বিষের বিষাক্ত গন্ধ
ঝেড়ে ফেলি আমার দীর্ঘ নিঃশ্বাসে।
আর ঐ বিষের নীল
মিশে যায় আমার চোখের জলে
তা ঝরে পরে আমার চোয়ালে ।।
Ture talks are reflects in ur poem.nice and go ahead.
Thanks