সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় করা মামলার প্রধান আসামি ‘ছাত্রলীগ নেতা’ সাইফুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জের ছাতক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার তোফায়েল আহমেদ বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন।
এর আগে এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩ জনকে আসামি করে গতকাল শনিবার সকালে শাহপরান থানায় মামলা করেন ধর্ষণের শিকার তরুণীর স্বামী।
বিজ্ঞাপন:: ড্রিম আর্ট ডিজিটাল
মামলার আসামিরা হলেন, এম সাইফুর রহমান, মাহবুবুর রহমান রনি, তারেক, অর্জুন লঙ্কর, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান। এদের মধ্যে চারজন ওই কলেজের শিক্ষার্থী। এছাড়া আরও তিন জনকে অজ্ঞাত আসামি হিসেবে দেখানো হয়েছে। এরা সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।
এদিকে, অভিযুক্তদের ধরতে গত শুক্রবার রাত থেকেই অভিযান চালাচ্ছে পুলিশ। শনিবার ভোর চারটার দিকে পুলিশ অভিযুক্ত সাইফুরের কক্ষ থেকে দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করেছে। পুলিশ জানায়, অভিযানকালে একটি বিদেশি পিস্তল, চারটি রামদা, দুটি লোহার পাইপ উদ্ধার করা হয়। সাইফুর রহমানকে প্রধান আসামী করে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে পুলিশ।
উল্লেখ্য, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত এমসি কলেজের হোস্টেলে এক তরুণীকে গণধর্ষণ করেছে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।
স্থানীয়রা জানান, গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ধর্ষিত তরুণী তার স্বামীকে নিয়ে সিলেটের এমসি কলেজের ঘুরতে আসেন। এসময় ছাত্রলীগের ৫/৬ জন নেতাকর্মী তাদের জিম্মি করে ছাত্রাবাসে নিয়ে আসে। সেখানে দুজনকে মারধরের পর তরুণীকে ধর্ষণ করে।
খবর পেয়ে পুলিশ এসে ওই দম্পত্তিকে উদ্ধার করে। পরে তরুণীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়।