সিলেটে নগরীর শাহপরান এলাকা থেকে প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৯।
র্যাব জানায়, বুধবার(২৩সেপ্টেম্বর) রাতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) সিনি.এএসপি নাহিদ হাসান ও এএসপি এ কে,এম কামরুজ্জামানের নেতৃত্বে শাহপরানস্থ একটি বাসা থেকে গ্রেফতার করা হয় প্রতারক চক্রের সদস্যদের।
বিজ্ঞাপন:: ড্রিম আর্ট ডিজিটাল
গ্রেফতারকৃতরা হলেন,কুমিল্লা জেলার বুড়িচং থানার জিয়াপুর রাইচ মেইল বাড়ীর মোবারক হোসেনের ছেলে মো.সাইফুল ইসলাম (৩৬) ও ঢাকার দোহার থানার চর নটাখোলা এলাকার হাফিজ খাঁনের মেয়ে সাগরী আক্তার (৩০)।
উল্লেখ্য, চাকুরী প্রত্যাশী নিরীহ ও বেকার যুবকদের চাকুরীর প্রলোভন দেখিয়ে নামে বেনামে একাধিক ভূয়া প্রতিষ্ঠান খুলে এবং চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমান টাকা আত্মসাৎ করেছে ওই চক্রটি।
পরে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে এসএমপির শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।