সুনামগঞ্জের জগন্নাথপুরে পাগলা শিয়ালের কামড়ে ৩ গ্রামের নারী ও শিশু সহ কমপক্ষে ৮ জন আহত হয়েছেন।
বিজ্ঞাপন:: ড্রিম আর্ট ডিজিটাল
স্থানীয়রা জানান, আজ ২২ সেপ্টেম্বর মঙ্গলবার পাগলা শিয়ালের কামড়ে আহত হন জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের বাসিন্দা সাংবাদিক হুমায়ূন কবির ফরিদীর স্ত্রী আলেয়া বেগম, তার শিশু কন্যা রাইসা বেগম, একই গ্রামের হালেমা বেগম, সাফিয়া বেগম, ঘিপুড়া গ্রামের বাবুল মিয়া, কামাল হোসেন লিলু, জব্বার মিয়া ও সাংগিয়ারগাঁও গ্রামের হেলাল মিয়া। আহতদের চিকিৎসা দেয়া হয়েছে।