জকিগঞ্জ প্রতিনিধি:: সিলেটের জকিগঞ্জে ৫শ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া গ্রাম থেকে তাদের কে আটক করে জকিগঞ্জ থানা পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার কেরাইয়া গ্রামের মৃত হরিলাল বিশ্বাসের ছেলে গৌরাঙ্গ বিশ্বাস ও তার ছেলে সুভাস বিশ্বাস।
বিজ্ঞাপন ডিজিটাল
থানা সূত্র জানা যায়, গোপন সংবাদে জকিগঞ্জ থানার এসআই শাহীনুর রাহমান অভিযান চালিয়ে উপজেলার কেরাইয়া গ্রাম থেকে ৫’শ গ্রাম গাঁজাসহ তাদের আটক করে। সে দীর্ঘদিন ধরে স্থানীয় এলাকায় চুপিসারে মাদক ব্যবসা করে আসতেছে মর্মে ব্যাপক জনশ্রুতি আছে।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোঃ আব্দুন নাসের জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।