স্টাফ রিপোর্টার:
দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি শুক্রবার রাতে জকিগঞ্জ থানার মানিকপুর ইউনিয়নের আকাশ মল্লিক গ্রামের সুরমা নদীর পাড়ে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ঘটনার সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০ টার দিকে দোকান বন্ধ করে আব্দুল মতিনের ছেলে সামছুল ইসলাম রাড়িতে চলে যায়। এরপর রাত ৩ টার দিকে দোকানে আগুন লাগার বিষয়টি স্থানীয়রা দেখতে পায়। দোকানে আগুন লাগার বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা আব্দুল মতিন ও তার ছেলে সামছুল ইসলামকে ডাকে। এসময় আব্দুল মতিন দোকানে যেয়ে দেখে দোকান ঘরে দাউ দাউ করে আগুনে জ্বলছে।
বিজ্ঞাপন ডিজিটাল
সামছুল ইসলামের কাছ থেকে জানা গেছে, শত্রুতা বশত দোকানে কেউ আগুন দিয়েছে। তবে কে বা কারা আগুন দিয়েছে সে বিষয়ে সামছুল কিছু বলতে পারছেনা। তিনি বলেন আমার সাথে কারোর কোনো শত্রুতা নেই। দোকানে নগদ টাকাসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আব্দুল মতিন জানান, দোকান ঘরটি তার জীবিকায়নের মূল অবলম্বন ছিলো। এই দোকানের আয়ের মাধ্যমে পরিবারের পাশাপাশি দুটি কলেজ পড়ুয়া ছেলের লেখাপড়ার যাবতীয় খরচ চালিয়ে যাচ্ছেন তিনি। দোকানটি পুড়ে যাওয়ায় আব্দুল মতিন এখন দিশেহারা।
জকিগঞ্জ থানা পুলিশ ঘটনার খবর পেয়ে শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা যায়।
জকিগঞ্জ থানার এসআই মোঃ রাজা মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি তদন্ত অব্যাহত রয়েছে। অজ্ঞাত ব্যক্তিরা রাত অনুমান তিনটার দিকে দোকানে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।