স্টাফ রিপোর্টার::
সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ইলাবাজ নতুন জামে-মসজিদে বর্ষপূর্তি উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার ইলাবাজ নতুন জামে-মসজিদে কমিটির সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে ও মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহিদ হোসাইনের পরিচালনায় এ মাহফিল অনুষ্ঠান হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী।
বিজ্ঞাপন
বিষয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা হেলাল আহমদ হেলালী, জকিগঞ্জ লতিফিয়া ক্বারী সোসাইটির ক্বারী মাওলানা জামাল উদ্দিন ও ইলাবাজ (দরিয়াবাজ) জামে-মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুজিবুর রহমান প্রমুখ।
মাহফিলে বক্তারা বলেন, ইসলাম হল একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রাসুলের (সা.) আদর্শ মেনে চলতে পারলে আমরা দুনিয়া আখেরাতে সফল হতে পারব। আল্লাহর ভয় যদি আমাদের মনে থাকে তাহলে মানুষ কখনো খারাপ কাজে লিপ্ত হতে পারেনা। দুনিয়ার লোভ পরিহার করে আল্লাহকে ভালবাসতে পারলে আখেরাতের পথ সুগম হবে।
এছাড়াও উপস্থিত মাওলানা আব্দুল হামিদ লাল, ইলাবাজ নতুন জামে-মসজিদের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মাওলানা বোরহান উদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ আফতাব হোসেন, তরুণ সমাজসেবক শিহাব উদ্দিন, বারহাল ডিগ্রী কলেজের অধ্যক্ষ আহমদ হোসেন, বিশিষ্ট মুরব্বি ইলাছ আলী (ইলাই মিয়া), সখড়া গ্রদমের তছদ্দর আলী, আব্দুল খালিক, এলংজুরী গ্রামের আব্দুর রশিদ খালন, সখড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ইলাবাজ নতুন জামে-মসজিদের কোষাধ্যক্ষ রিয়াজ উদ্দিন প্রমূখ।
ওয়াজ মাহফিলে বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।