স্টাফ রিপোর্টার : ওসমানী মেডিকেল কলেজ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে প্রতিদিন প্রায় সাড়ে ৩শ’ নমুনা পরীক্ষা করা হয়। অথচ প্রতিদিন সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত হয় অন্তত ছয়শ’ নমুনা। ফলে সিলেটের ল্যাবগুলোতে জমা আছে অনেকগুলো নমুনা।
দীর্ঘদিন ধরেও এগুলো পরীক্ষা করা হচ্ছে না।এ অবস্থায় করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার জন্য সিলেট বিভাগে আরও দুটি পিসিআর ল্যাব চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা শুরুর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।