আন্তর্জাতিক ডেস্ক:: আইসিসির চিফ প্রসিকিউটরের ওপর অবরোধ আরোপ করলো যুক্তরাষ্ট্র, আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর ফাতৌ বেনসোদাসহ দুই কর্মকর্তার ওপর অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের এমন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে আইসিসি।
বিজ্ঞাপন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, ট্রাম্প সাক্ষরিত নির্বাহী আদেশের প্রেক্ষিতে তাদের ওপর অবরোধ দেয়া হয়েছে। ফলে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। একইসাথে তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে।
আফগানিস্তানে মার্কিন বাহিনীর যুদ্ধাপরাধ তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ আদালত। অবরোধ আরোপের সিদ্ধান্তকে আইনের ওপর কঠিন আঘাত আখ্যা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত।