রান্ধা মেরে ছিলছিলিয়ে
তক্তা ভেবে সিরিশ,
গোটা কয়েক ফটকা নেতা
হিসেব কষেন ত্রিশ।
সানটা দিতে যাতা,কাচি
সানটা দিতেই মানুষ,
এই দুনিয়ার সরাইখানায়
মানুষরা সব ফানুস।
ধান্দা করে ঘুড়ে বেড়ান
আস্তো মানুষ দেখতে,
ধান্ধাটা আজ নেই মান্ধায়
ব্যাস্ত তিনি লেখতে।
ইটিং ফিটিং চিটিং চেয়ার
জাপান থেকে ঢাকা
উড়লে বিমান বাসের মতো
এখনটা বেশ ফাঁকা।
সবাই এখন যাচ্ছে অফিস
থাকবে খালি পকেট,
ফিরবে বাসায় পকেট ভরেই
আনবে সোনার লকেট।
লিখতে পেলেই হবেন কবি
ভাবটা এক পেশে,
কবির আবার ডানবাম কি
ধান্ধা বাজির দেশে।
দানটা বড় দিতে পারে
তারই পিছে ঘোরে
নেতা এখন লেবাস নিয়ে
ঝুলেি থাকেন মোড়ে।
আমি তুমি সবাই কেমন
তাদের নিয়ে ভাবছি,
অযোগ্যতাই যোগ্যতা আজ
মিটার নিয়েই মাপছি।
মিটারে আর কাজ হয়না
নেতার ওজন বেশি,
চামচিকাও কাউয়া নেতা
পিউর, খাঁটি দেশি!!