নিজস্ব প্রতিবেদক: সিলেটের জকিগঞ্জে আরো একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি জকিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাজমুল হাসান (৩৬ তম বিসিএস)।
শনিবার (১৩ জুন) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, জকিগঞ্জ হাসপাতাল থেকে উনার নমুনা সংগ্রহ করে ল্যাবে প্রেরণ করা হলে রেজাল্ট আসে পজিটিভ। বর্তমানে তিনি তার বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন।
ডা. আব্দুল্লাহ আল মেহেদী আরো জানান, এ নিয়ে জকিগঞ্জে ৯৩ ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।