স্টাফ রিপোর্টার:
দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জকিগঞ্জের শিক্ষার্থীদের সংগঠন ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব জকিগঞ্জ’ গঠিত হয়েছে ২১ আগষ্ট ২০২০। আজ সংগঠনের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।আহ্বায়ক : মোঃ তানভীর আল হাসান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যুগ্ম আহ্বায়ক: স্বপন আহমেদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,সদস্য সচিব : শুভ রায় – ঢাকা বিশ্ববিদ্যালয়, সদস্যবৃন্দ : আহমদ আল ইব্রাহিম কায়কোবাদ (ঢাকা বিশ্ববিদ্যালয়), মিফতাহুল ইসলাম তালহা (ঢাকা বিশ্ববিদ্যালয়), গাউসুল আলম (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), সৌরভ দাস – (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), কাওসারা কলি (ঢাকা বিশ্ববিদ্যালয়), আব্দুল ওয়াদুদ ( চবি),রায়হান মাহমুদ লস্কর (সিকৃবি),কাজী মোহাম্মদ (ঢাকা বিশ্ববিদ্যালয়), আরিফ রাফসান ( সিকৃবি),আল আমীন (জাবি),তাওহিদ চৌধুরী (শাবিপ্রবি), হামিদুর রহমান (ঢাকা বিশ্ববিদ্যালয়), নাহিদুল ইসলাম খান (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), সাহেদ আহমদ ( সিইক), পরিতোষ বিশ্বাস (রাজশাহী বিশ্ববিদ্যালয়), জোবায়ের আহমেদ ( জাককানইবি), সিদ্দিকুর রহমান সুজন (সিকৃবি), ফখরুল ইসলাম কল্প (ঢাকা বিশ্ববিদ্যালয়), ইসরাত জামান নওমিন ( শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), মাহফুজুর রহমান – (রাজশাহী বিশ্ববিদ্যালয়), আব্দুল্লাহ আল মায়মুন (সিইক),শুয়েব মাহমুদ ( শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) আব্দুল্লাহ আল মামুন (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), নুরুল আমীন (বশেমুরপ্রবি), জসিম লস্কর (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), শাহানুর রহমান ( কুবি), মনজুরুল মতিন ( চবি), হাবিবুর রহমান মাশরুর (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় )