স্টাফ রিপোর্টার:: সিলেটের জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদের প্রধান সম্পাদক রহমত আলী হেলালী’র পিতা অবসরপ্রাপ্ত সরকারি চাকুরীজীবী মোঃ আবুল হোসাইন (তারা মিয়া) তাপাদার ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক মানব সম্পদ উন্নায়ন বিষয়ক সম্পাদক সাবেল মোহাম্মদ রেজা।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় সিলেট জেলা ছাত্রলীগের সাবেক মানব সম্পদ উন্নায়ন বিষয়ক সম্পাদক সাবেল মোহাম্মদ রেজা বলেন, উপজেলার কাজলসার ইউনিয়নে কামালপুর এলাকার বিশিষ্ট মুরব্বি ও সমাজ সেবক মোঃ আবুল হোসাইন (তারা মিয়া) তাপাদারের ইন্তেকালে কামালপুরের অপূরণীয় ক্ষতি হয়েছে, যা সহজে পূরণ হবার নয়।’
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।