ত্রিশ লক্ষ মানুষের রক্তে লেখা বাংলাদেশের নাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তুমি যদি না দিতে প্রেরনা না, না যোগাতে সাহস, তবে কি হত স্বাধীন বাংলাদেশ?
সব বাঙালির মনে তুমি বহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আবার যদি তুমি আসতে ফিরে, সবার মুখে ফুটতো হাসি।
বাঙালি মোরা তোমায় ভালোবাসি, বাঙালি জাতির মাঝে চিরদিন তুমি থাকবে মহীয়ান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
এই পৃথিবীর বিশাল খাতায়, তোমার নাম লেখা সব পাতায়।
মুক্তির দিলে আহবান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
লেখক: রাশেদা আক্তার কলি
জুবেদ আলী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ।