সিলেটের গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জ, উপজেলায় (১৩ জুন) শনিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর মধ্যে জানা যায় , বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে। গ্রাহকের ভোগান্তি দূর করতে সাবস্টেশনগুলোতে রক্ষণাবেক্ষণ কাজ করতে হবে। সেজন্য সকাল থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
জোনাল অফিসের ব্যবস্থাপকবৃন্দ বলেন, গ্রাহকদের স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পল্লীবিদ্যুৎ কাজ করছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।