স্টাফ রিপোর্টার:: সিলেট শহরতলীর কুমারগাঁও এলাকায় সিএনজি চালিত অটোরিক্সা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত ইত্তেশাম আহমদ চৌধুরী (২০) জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়নের পশ্চিম জামডহর গ্রামের লুকু চৌধুরীর ছেলে। তারা বর্তমানে সিলেট নগরীর আম্বরখানা এলাকায় বসবাস করছেন।
শনিবার (১লা আগস্ট) বিকাল সাড়ে ৫ টার দিকে সিলেট শহরতলীর টুকেরবাজার থেকে সিলেট নগরীর আম্বরখানাস্থ বাসায় ফেরার পথে কুমারগাঁও এলাকার বড়গাঁও মসজিদের সামনে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী অনেকেই জানান, মোটর সাইকেল আরোহী নির্ধারিত পথে ধীর গতিতে শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে উল্টো পথে খুব দ্রুত গতিতে সিলেট-ফ ১১-০৮৫৯ একটি সিএনজি চালিত অটোরিকশা এসে তাকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
বিষয়টির সত্যতা স্বীকার করে আহত ইত্তেশাম চৌধুরীর চাচাতো ভাই শরীফ মোহাম্মদ হোসাইন চৌধুরী তারেক জানান, সে বর্তমানে আশংকাজনক অবস্থায় সিলেট নগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। দূর্ঘটনায় তার ডান পায়ের হাটু একেবারে ভেঙ্গে গেছে। এছাড়া মাথা সহ শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক জখম রয়েছে। এ ঘটনায় তারা সিলেটের জালালাবাদ থানায় মামলা দায়ের করবেন।