জকিগঞ্জ প্রতিনিধি:: জকিগঞ্জে মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে ৬ বোতল ফেনসিডিল ও ১ হাজার টাকা ৩টি জাল নোটসহ এক যুবককে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ।
আটককৃত মোঃ শামসুল আলম বটু জকিগঞ্জের বিরশ্রী ইউনিয়নের কাদিপুর গ্রামের মৃত: আব্দুল গফুরের পুত্র।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১১:৪০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সিলেট জেলার পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোঃ আব্দুন নাসের এর তত্ত্বাবধানে এসআই মোহন রায় সঙ্গীয় অফিসার ফোর্সসহ উক্ত অভিযান পরিচালনা করেন।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে জকিগঞ্জের কাদিরপুর গ্রামের শামসুল আলম বটু বসত ঘর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে বায়ুরোধক পলিব্যাগের ভিতর হতে মোট ৬ টি ফেনসিডিল ও ১ হাজার টাকা ৩টি জাল নোট উদ্ধার করা হয়।
সিলেট জেলার পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম বলেন, যুব সমাজকে মাদকের করাল গ্রাস হতে রক্ষা করতে ও সব ধরনের অপরাধ মুক্ত সমাজ গড়তে থানা পুলিশের এমন ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।
আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। মামলা নং-৫০ তাং ৩১. ০৭. ২০২০ খ্রিঃ।
জকিগঞ্জ থানার ওসি মীর মোঃ আব্দুন নাসের বলেন, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। আরো বলেন, জীবনে চলার পথে দেশ ও জাতীর বৃহত্তর স্বার্থে আমাদের সকল ধরনের অপরাধের মুলোৎপাটন করার এখনই উপযুক্ত সময়।