নিজস্ব প্রতিবেদক: সিলেটের জকিগঞ্জে ৬ হাজার পিস ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো: মাহবুবুল আলম ও জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় এর সার্বিক তত্তাবধানে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সদের নিয়ে এদের আটক করা হয়।
জানা যায়, গতকাল (২৯ জুলাই) রাত সাড়ে এগারটায় জকিগঞ্জের পশ্চিম কসকনকপুর সাবেক মেম্বার আঃ ছাত্তারের পরিত্যক্ত কারখানার সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় সুলতানপুর গ্রামের মৃত আফতার আলীর পুত্র মোঃ আব্দুস সহিদ (৩৩) কে আটক পূর্বক দেহ তল্লাশী করলে তার নিকট থাকা ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক মোঃ আব্দুস সহিদকে ইয়াবা কারবারের বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় সে উত্তর আইয়র গ্রামে নজরুল ইসলামের বাড়ীতে ইয়াবা রাখার বিষয় তথ্য প্রদান করে। তার দেয়া তথ্য মতে অভিযানকারী দল ইয়াবা ব্যবসায়ী নজরুল ইসলামের বাড়ীতে রাত ২ টায় অভিযান পরিচালনা করে। এ সময় নজরুলের স্ত্রী ফাতেহা বেগম মেয়ে নুসরাত বেগম একই গ্রামের আব্দুল মোমিনের পুত্র রাসেল আহমদ মৃত খলিলুর রহমানের পুত্র কিবরিয়াকে আটক করা হয়। তাদের নিকট১ হাজার পিস ইয়াবা ও ইয়াবা বিক্রয়ের ৩৪ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার সর্বমোট মূল্য অনুমান ১৮ লক্ষ টাকা।
এ ঘটনায় জকিগঞ্জ থানার এসআই মোঃ রাজা মিয়ার দাখিলকৃত পৃথক এজাহারের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক পৃথক নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।
সিলেট জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ লুৎফর রহমান জানান যে, আইজিপি মহোদয়ের নির্দেশে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম সিলেট জেলাকে মাদক মুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ। সিলেট জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান আরোও বৃদ্ধি করা হবে। সিলেট জেলাকে মাদক মুক্ত করতে সকল শ্রেণী পেশার মানুষের সহায়তা কামনা করি।