স্টাফ রিপোর্টার:: আজ ২৭ জুলাই ২০২০ সোমবার -ছাত্র জমিয়ত বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় ঈদুল আজহা উপলক্ষে অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সকাল ১১ টায় জকিগঞ্জ উপজেলার “জামেয়া ইসলামিয়া ক্বাওমিয়া ইছামতি ইনামতি মাদরাসায়” ৬৫ জন দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সিলেট জেলা যুব জমিয়তের সৌজন্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন – শাহবাগ জামেয়ার সিনিয়র মুহাদ্দিস ও কসকনকপুর ইউনিয়ন জমিয়তের সেক্রেটারি মাওলানা আসআদ আহমদ , সিলেট জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রায়হান উদ্দিন, জকিগঞ্জ উপজেলা যুব জমিয়তের সিনিয়র সহ সভাপতি মাওলানা শিব্বির আহমদ, সেক্রেটারি মাওলানা জুনাইদ আল জাহিদ, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা ফয়সল আহমদ, সিলেট জেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক- উপজেলা সহ সভাপতি কবির আহমদ, উপজেলা সেক্রেটারি নাসির উদ্দিন, সহপ্রচার সম্পাদক- তুফায়েল বিন জব্বার, আলিম উদ্দিন, হুসাইন আহমদ ও মাদরাসার শিক্ষকবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।