স্টাফ রিপোর্টার: গোলাপগঞ্জে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক ফয়জুল করিম এর নেতৃত্বে পুলিশ উপজেলার হেতিমগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
সে হেতিমগঞ্জ পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে দিলোয়ার হোসেন (৪২)। এসময় তার কাছ থেকে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং৩১/২৪.০৭.২০২০) দায়ের করা হয়।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো: লুৎফর রহমান জানান, চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।