কোনো হাসপাতালের চিকিৎসা গ্রহণ ছাড়াই করোনা থেকে মুক্তি লাভ করলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, একাত্তর টিভির ব্যুরো চীফ ও সিলেট ওয়াচের সম্পাদক ইকবাল মাহমুদ। বৃহস্পতিবার করোনা পরীক্ষার ২য় রিপোর্টও নেগেটিভ আসায় ইকবাল মাহমুদের করোনা মুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, সাংবাদিক ইকবাল মাহমুদ সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা শেষে গত ৩১শে মে করোনা রিপোর্ট পজেটিভ আসে। পজেটিভ হওয়ার পর থেকে তিনি নিজ বাসায় কোয়ারেন্টিনে থেকে স্বাস্থবিধি অনুসরণ করে করোনা থেকে মুক্তি লাভ করেন।
তিনি এক বার্তায় আক্রান্তকালী রোগমুক্তি কামনা করা সহকর্মী সাংবাদিক, শুভাকাঙ্খিসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।