কিশোরগঞ্জের প্রতিনিধি:: তাড়াইলে মরহুম অধ্যাপক আব্দুল হাই স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে,মহামাণ্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছোট ভাই ও তার সহকারী একান্ত সচিব বীর মুুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল হাই বিগত ১৬জুলাই দিবাগত রাত ১.০০মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন।মরহুমের আত্মার মাগফেরাত কামনায় আজ (২৪জুলাই) শুক্রবার বাদ জুম্মা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকির নেতৃত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) এলাকার সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু এমপি’র একান্ত সচিব আমিরুল ইসলাম খাঁন বাবলু।উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন,উপজেলা আওয়মীলীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন সিরাজী,উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা, শরিফুল ইসলাম শরীফ,ধলা ইউপি’র চেয়ারম্যান আসাদুজ্জান মবিন, এমপি প্রতিনিধি(পল্লী বিদ্যুৎ) ফরিদুজ্জামান বাদল, জাতীয় পর্টির নেতা আবুল কাশেম, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির যুগ্ম ক্রীড়া সম্পাদক রাজু শিকদার,উপজেলা যুব সংহতির সাধারণ সম্পদক আশরাফুল আলম রুবেল,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুকুট দাস মধু,সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,বঙ্গবন্ধু পেশাজিবী লীগের উপজেলা সভাপতি সারোয়ার হোসেন আজিজ,সাধারণ সম্পাদক সারজুল ইসলাম সহ স্থানীয় আওয়ামীলীগ ও জাতীয় পার্টির সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার সাধারণ জনগন।
আছিয়া খাতুন মহিলা মাদ্রাসার খতিব দোয়া পরিচালনা করেন।