সিলেট প্রতিনিধি:: সিলেট চোরাচালানের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযানে পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করেছে পুলিশ। জানা যায় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলমের নেতৃত্বে আজ শুক্রবার ২৪ জুলাই ভোর পাঁচ ঘটিকার সময় গোয়াইনঘাট থানাধীন সাড়ি নদী সংলগ্ন টিকর নয়া খালস্হ এলাকায় অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে আনা আমদানী নিষিদ্ধ ভারতীয় -২,৫২,০০০/- (দুই লক্ষ বায়ান্ন হাজার) শলাকা নাসির বিড়ি উদ্ধারপূর্বক জব্দ করে।
এসময় চোরাচালানের সাথে জড়িত আসামি জৈন্তাপুর থানার লামা শ্যামপুর গ্রামের মৃত হাবিব উল্লাহর এর ছেলে হান্নান পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। উদ্ধারকৃত নাসির বিডি বাজার মূল্য পাঁচ লক্ষাধিক টাকা। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই মিজানুর রহমান বাদী হয়ে গোয়াইনঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, সিলেটের সীমান্ত পথে চোরাচালান বন্ধ করতে পুলিশ সুপার মহোদয়ের কঠোর নির্দেশনা রয়েছে। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে সীমান্তে চোরাচালান বন্ধে ডিবি সহ থানা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার ভোরে বিপুল পরিমাণ আমদানী নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করে জেলা ডিবি (উত্তর)।এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেফতার করতে ডিবির পুলিশের অভিযান অব্যাহত আছে।