সুনামগঞ্জ প্রতিনিধি:: দক্ষিণ সুনামগঞ্জ থানার এএসআই আবুল হাসনাত চৌধুরীকে ক্লোজড করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার, চাদাবাজি ও শ্লীলতাহানির অভিযোগে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ হরে বুধবার তাকে ক্লোজড করা হয়।
এ বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন। তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে হাসনাতকে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে বুধবার বিকেলে দক্ষিণ সুনামগঞ্জ থানা থেকে ক্লোজড করা হয়েছে। তাকে সুনামগঞ্জ পুলিশ লাইনে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, দক্ষিণ সুনামগঞ্জ থানার এএসআই (নিঃ) আবুল হাসনাত চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, ক্ষমতার অপব্যবহার চাদাবাজি ও শ্লীলতাহানির অভিযোগে শনিবার সুনামগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএমের কাছে অভিযোগ দায়ের করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামের মোহন লাল রবিদাসের স্ত্রী আমরতি রবি দাস (৩৬)। তার অভিযোগের ভিত্তিতেই ক্লোজড করা হয় এএসআই আবুল হাসনাত চৌধুরীরকে।