নিজস্ব প্রতিবেদক:: সিলেটের দক্ষিণ সুরমায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে হত্যা করেছে এক নারী। স্বামীকে হত্যা করে দুই সন্তান নিয়ে পালিয়ে গেছে ঘাতক স্ত্রী। নিহতের নাম নিজাম আহমদ (৪০)। তিনি নগরীর ছড়ারপার এলাকার মৃত আব্দুল মান্নানের পুত্র। এ নারকীয় হত্যাকাণ্ডের ঘটনাটি নগরীর মোমিনখলায় গফ্ফার মিয়ার বাসায় বুধবার দিবাগত রাতের কোনো এক সময় ঘটে। সকালে খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিজামের লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করে।
জানা যায়, নিজাম আহমদ স্ত্রী ও দুই সন্তান নিয়ে দীর্ঘদিন থেকে মোমিনখলার ভাড়া বাসায় বসবাস করে আসছেন। বুধবার দিবাগত রাতের কোনো এক সময় ঘুমন্ত অবস্থায় নিজামকে খুন করা হয়। মৃতদেহের মাথায় গবীর ক্ষত, হাতে আঘাতের চিহ্ন ও গোপনাঙ্গ দ্বিখণ্ডিত করা অবস্থায় পাওয়া যায়। পরকীয়ার জেরে এ খুন হতে পারে বলে ধারণা পুলিশের। ঘটনার পর নিহতের স্ত্রী দুই সন্তান নিয়ে পলাতক থাকায় খুন সে করতে পারে বলে সন্দেহ পুলিশের। স্ত্রীর পিতার বারি ফেঞ্চুগঞ্জ উপজেলায়। স্ত্রীকে আটক করতে ফেঞ্চুগঞ্জে পুলিশ পাঠানো হয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক অতিরিক্ত দায়িত্বে গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার পিপিএম প্রভাত আলো’কে বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে। তার মাথায় গভির ক্ষত ও লিঙ্গ কাটা পাওয়া গেছে। খুনিকে গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে। আসামী আটক হলে খুনের প্রকৃত রহস্য উদঘাটন হবে। বাকিটা তদন্তে বেরিয়ে আসবে।