মারা গেলেন কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক অবনী মোহন জোয়ারদার৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। অবনীবাবুর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে তৃণমূলের অন্দরে৷ দলের বহু নেতা প্রাক্তন মন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন৷
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। শুক্রবার ভোরে কলকাতার সল্টলেকের নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থী করেছিলেন৷ ওই কেন্দ্র থেকে বিপুল ভোটে জিতেও যান অবনীবাবু৷
এরপর তাঁকে কারামন্ত্রী করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৬ সালে তিনি পুনরায় নির্বাচিত হন। দীর্ঘদিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। সেই কারণে মন্ত্রিত্বের কাজ ঠিকমতো করতে পারছিলেন না৷ দলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ করেছিলেন৷ তাঁর অনুরোধ মেনে অবনীবাবুকে মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। জানা গিয়েছে, শুক্রবার নদিয়ার নবদ্বীপ মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।