স্টাফ রিপোর্টার:: বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ খ্রিস্টাব্দ বাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জবাব, ছানা মিয়ার সভাপতিত্বে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন জনাব, রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার, গোলাপগঞ্জ সার্কেল, সিলেট মহোদয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব স্যায়িদ আহমদ সুহেদ, ১নং বাঘা ইউনিয়ন আওয়ামীলীগ, গোলাপগঞ্জ উপজেলা, সিলেট এবং গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব, আবুল কাসেম।
তাছাড়া বাঘা ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডের মেম্বার ও স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বাঘা ইউনিয়ন পরিষদের বিট অফিসার জনাব, খান জালাল উদ্দিন সাব-ইন্সপেক্টর এবং জনাব মোঃ জাকির হোসেন সহকারি সাব-ইন্সপেক্টর গোলাপগঞ্জ মডেল থানা, সিলেট উপস্থিত ছিলেন।