স্টাফ রিপোর্টার:: এক যুবককে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন আজকের সিলেট ডটকম-এর সম্পাদক, ৫২ টেলিভিশনের চেয়ারম্যান ও দৈনিক শ্যামল সিলেটের সিনিয়র রিপোর্টার রজত কান্তি চক্রবর্তী।
সোমবার রাত ৮টার দিকে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার তাজপুর কদমতলা এলাকায় এই দুর্ঘটনার ঘটনা ঘটে।
জানা যায়, জনৈক এক যুবক রাস্তা পারাপারের সময় হঠাৎ করেই তার বাইকের সামনে এসে আচড়ে পড়েন। এসময় তিনি তাৎক্ষনিক বাইক নিয়ন্ত্রণে নিতে গিয়েই দুর্ঘটনার শিকার হন। এতে তিনি ও ঐ যুবক মারাত্মক আহত হন। চিকিৎসা শেষে এখন তারা বাসায় বিশ্রামে রয়েছেন।