স্টাফ রিপোর্টার:: সিলেটের জকিগঞ্জ উপজেলার পৌর এলাকার মাইজকান্দি গ্রামে পুলিশ অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আজ সোমবার দুপুর ১:২০ মিনিটের সময় পৌর এলাকার মাইজকান্দি গ্রামের আলম আহমদের বসত বাড়ি থেকে ৩০ পিস ইয়াবাসহ তাঁকে আটক করা হয়।
আটককৃত আলম আহমদ জকিগঞ্জ পৌর এলাকার মাইজকান্দি গ্রামের মৃত আব্দুর রকিবের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। মামলা -৩১
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।