স্টাফ রিপোর্টার:: জকিগঞ্জে ডেকোরেটার্স মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। সিলেট জেলা কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলার ডেকোরেটার্স মালিকদের সম্মতিতে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
রবিবার দুপুরে জকিগঞ্জ বাস স্টেশন সংলগ্ন একটি অফিসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অাব্দুল মজিদ চৌধুরী ফকু মিয়া। ফয়সল অাহমদ খানের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা ডেকোরেটার্স মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার অর্থ সম্পাদক শামসুল হক, সহ অর্থ সম্পাদক রতীন্দ্র দাস প্রমুখ।
নতুন কমিটির নেতৃবৃন্দ হলেন- সভাপতি আব্দুল মজিদ চৌধুরী ফকু মিয়া সহসভা জয়নাল আবেদীন , সাধারণ সম্পাদক শফিকুর রহমান, সহসাধারণ সম্পাদক ফয়সল আহমদ খান, অর্থ সম্পাদক আব্দুস শহীদ বাবুল, সাংগঠনিক সম্পাদক আসাদ উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, প্রচার সম্পাদক ফারুক আহমদ, সহ প্রচার সম্পাদক সুহেল আহমদ, অফিস সম্পাদক আব্দুস শহীদ, সহ অফিস সম্পাদক আব্দুল মুতলিব, সদস্য মাহতাব আহমদ, সেবুল আহমদ, শামীম আহমদ, নজরুল ইসলাম, কৃষ্ণ দেবনাথ, তাজুল ইসলাম।